উপমার ভুল প্রয়োগ
বাংলা ব্যাকরণে ভাষার অপপ্রয়োগ নামে একটি টপিক আছে। উপমার ভুল প্রয়োগকে ভাষার অপপ্রয়োগের একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপমা হয় তুলনায়। কার সাথে কাকে তুলনা করছেন তাতে যদি হুঁশ হারিয়ে ফেলেন তাহলে উপমার ভুল প্রয়োগ হয়। উপমার ভুল প্রয়োগে ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি হয় না। একটি ভাষাগোষ্ঠীর সমূহ পতন
পুরোটা পড়ুন