যুগে যুগে অনেক লাভ স্টোরি শুনেছি আমরা। অনেকগুলোতে মিলন হয়না, আবার অনেকগুলোতে মিলন হয়। যেগুলোতে মিলন হয়, সেগুলোতে আমরা শুনেছি: অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু আসলে কি তাই?
না।
আমি দেখেছি, লাভ ম্যারেজের চেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সুখের হয়। আপনি কী মনে করেন?