জাত ভাই মরে যায়,
ও ব্যাটা বসে গান গায় ।
পর-ভাই মরলে,
-‘হায় খোদা একি কাজ করলে’!
খুব জানতে ইচ্ছে করে,
মাঝে-মাঝে মনে পড়ে;
তোরাই কি ভাই সেই সুশীল?
ওদিকে কমছে-বাড়ছে
দেখ মৃত্যুর মিছিল ।
জানি তোরা দেখবিনা,
আইন-টাইন তোরা মানবিনা ।
তোরা গুরু- মহাশয়,
এসব কি-আর তোদের পেটে শয়!
তারপর?
তারপর- চিৎকার, হাহাকার,
আরো ভাষা কত কদাকার!
এটা-ওটা-সেটা চাই,
কত কি-যে দরকার ।
এরপর কিছু হোক;
-ভালো না এ বেটির সরকার ।
ফেসবুক-টেসবুক,
দেখলামরে ভাই কত মুখ;
কবে ফিরে পাবো ভাই,
হারানো সেই প্রিয় সুখ!