প্রথম পাতা » কবিতা » ইন্টারভ্যু

ইন্টারভ্যু

Aam papad

‘বলেন কি? আটটা?’

‘আর বলবেন না, এই প্রথম!’

‘এখন এতো রিস্ক নেওয়া ঠিক হয়নি! হাজার হলেও…’

‘শশা পারবেন কয়টা?
কলা কিংবা পরোটা?
বেল, ডাব কচিটা?
লাউ, কদু, চিচিঙ্গা?
মলা, ঢেলা, কচুটা?’

‘আপনি কী যে বলেন না!
সময় এখন ভালো না
এগুলো আর বলবেন না
শশা কলায় অরুচি
আছে কি বেগুনি?’

‘টক মিষ্টি ঝাল ঝোল
কোনটা পেলে গালে টোল?
তেঁতুল, চমচম, ফুসকা
গরু, মুরগি নাকি পাঠা?’

খবরের আকাল যখন
বাদামই রসগোল্লা
মহারাণীর বায়ুটাও
অচেনা খুশবু ছড়ায়!

কমলাপুরের করিমন…
বস্তিটা তার পুড়ে গেছে
জমানো দশহাজার টাকা
পুড়ে ছাই! আমের ‘আশ্চর্য’
এখানে কিন্তু নাই!!

পত্রিকার পাতা
আটটি আমের রসে ভিজে আছে !

চকচকে বর্ণমালায় জমকালো খবর
‘আটটি আম কি করে খেলো?’
করিমনের পোড়াখবরটা –
আমসত্ত্বের মতোই নিকষ কালো!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *