প্রথম পাতা » কবিতা » বৃষ্টির জন্য প্রার্থনা

বৃষ্টির জন্য প্রার্থনা

Rain and happiness

আমাদের শৈশব ছিল বৃষ্টিমাখা রোদ্দুর

আমরা বলতাম খেকশিয়ালের বিয়ে হচ্ছে!

আমরা পড়তাম- ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর

নদেয় এলো বান’! আহ! কী বিষণ্ন মেদুর!

আমাদের তারুণ্যে বৃষ্টি ছিল অবিরাম,

আমরা দেখতাম বকের সারির পলায়ন!

আমরা জসীমউদদীনের মন খারাপ করা

‘পল্লীবর্ষা’ কবিতা পড়তাম। কেয়াবনের বৃষ্টি

দেখে আমরা গাইতাম- ‘এমন দিনে তারে

বলা যায়…’! আমাদের আকাশজুড়ে বৃষ্টি

নামতো- ‘বৃষ্টি, বহু প্রতীক্ষিত বৃষ্টি…’!

এরপর আমাদের খেকশিয়াল গেলো, নদী গেলো,

আমাদের তারুণ্য গেলো, বকেরা গেলো দেশছেড়ে,

জসীমউদদীনের কবিতা ওঠে গেলো, কেয়াবনগুলো

কোথায় লুকাইল, আমাদের প্রিয়জনরাও গেলো হারিয়ে,

আমাদের আকাশ গেলো, আমাদের অবকাশ গেলো,

আমাদের বৃষ্টিও বিদায় নিলো কোনো এক

বিষণ্নের প্রাতে! এক আষাঢ়ি পূর্ণিমার রাতে!!

আমাদের মেঘদূত হারিয়ে গেছে চিরতরে,

ঝাউবন, বাদাবন, কেয়াবন আজ বুর্জ দুবাই,

হিজল, তমাল, ফণীমনসার বিনাশের কালে

আমরা বেহুঁশ হয়ে পড়ে ছিলাম উজ্জয়নীনগরে!

বৃষ্টিহীন প্রশস্ত প্রান্তর আজ যেন এক মৃত্যুকূপ।

‘আম জাম কাঁঠাল বট অশ্বত্থরা করে আছে চুপ’!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *