প্রথম পাতা » কবিতা » শুভক্ষণ

শুভক্ষণ

party

সকাল থেকেই আজ মেঘের মন খারাপ
এই বুঝি কান্না জুড়ে দিল
আকাশটাও থমথমে।

কিন্তু আজ তো একটা বিশেষ দিন
তুমি তো গগনবিদারী আর্তচিৎকারে
এ ধরায় এসেছিলে সেদিন,

সেদিন মেঘের লুকোচুরি ছিল
আকাশের উজ্জ্বল হাসিতে ভরে ছিল
গোটা পৃথিবী ,
আনন্দে উদ্বেলিত ছিল সবাই।

একজন ক্ষণজন্মা,
সবাইকে কাঁদিয়ে
দুঃখের সাগরে ভাসিয়ে
চলে গেল পরপারে।

আজ এই শুভ ক্ষণে
তোমার তরে কাঁদিছে সকলে
কখন বুঝি মেঘ ভারি হয়ে
রাগে ফেটে পড়ে,
আকাশ অঝোরধারায় অশ্রু ঝরাতে থাকে

ভাল থেকো যেখানেই থাকো,
নিরন্তর নিশিদিন।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *