সকাল থেকেই আজ মেঘের মন খারাপ
এই বুঝি কান্না জুড়ে দিল
আকাশটাও থমথমে।
কিন্তু আজ তো একটা বিশেষ দিন
তুমি তো গগনবিদারী আর্তচিৎকারে
এ ধরায় এসেছিলে সেদিন,
সেদিন মেঘের লুকোচুরি ছিল
আকাশের উজ্জ্বল হাসিতে ভরে ছিল
গোটা পৃথিবী ,
আনন্দে উদ্বেলিত ছিল সবাই।
একজন ক্ষণজন্মা,
সবাইকে কাঁদিয়ে
দুঃখের সাগরে ভাসিয়ে
চলে গেল পরপারে।
আজ এই শুভ ক্ষণে
তোমার তরে কাঁদিছে সকলে
কখন বুঝি মেঘ ভারি হয়ে
রাগে ফেটে পড়ে,
আকাশ অঝোরধারায় অশ্রু ঝরাতে থাকে
ভাল থেকো যেখানেই থাকো,
নিরন্তর নিশিদিন।