গত ত্রিশ দিনে:
- বিকুল
1,371 views - সুজন হামিদ
232 views - মোরশেদ আলম সুমন
217 views - আবিব আফজাল
172 views - Sharif Hassan
116 views
সামগ্রিকভাবে:
- বিকুল
48,967 views - আবিব আফজাল
20,986 views - মোরশেদ আলম সুমন
17,701 views - সুজন হামিদ
17,628 views - রাজু অনার্য
5,697 views - Mahmodul Emran
3,883 views - সাইমুম হাবীব
3,463 views - Sharif Hassan
3,166 views - আওরঙ্গজেব জুয়েল
2,996 views - Rakib Ahmed
2,936 views
বাংলা ভাষায় সমৃদ্ধ কন্টেন্ট জগত তৈরির অংশ হোন আপনিও
একটা সময় ছিল যখন বাংলায় সার্চ করলে ইন্টারনেটে খুব বেশি তথ্য পাওয়া যেত না। ইংরেজিতে সার্চ করে পাওয়া ইংরেজি কন্টেন্ট থেকে জ্ঞান আহরণ করতে হতো। এখন আর সেই দিন নেই। কারণ সেই জ্ঞান আহরণকারী পাঠকদের অনেকেই হয়েছেন লেখক, যারা ইন্টারনেটে বাংলা কন্টেন্ট তৈরি করেছেন, পরবর্তী প্রজন্মের জন্য বাংলায় ওয়েব দুনিয়া নির্মাণে দিয়েছেন শ্রম।
ইতল বিতলের যাত্রা শুরু হয়েছিল সেই বাংলা ওয়েব দুনিয়াকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখার জন্য। মানুষের স্বপ্নের কথা, ভেঙে পড়ার কথা, আবার উঠে দাঁড়ানোর কথা, সফলতার কথা আমরা তুলে ধরেছি। মানুষের অভ্যন্তরীণ সুকুমারবৃত্তির বিকাশ, জ্ঞানের চর্চা, সিটিজেন জার্নালিজম, অন্যের কল্পনার প্রকাশের মাধ্যমে আপনার কল্পনাশক্তির উন্মেষ ঘটানোতে আমরা ছিলাম সচেষ্ট। ইতল বিতল এবার আপনার কথা শুনতে চায়। জানুন এবং জানান। লিখুন মন খুলে, আপনার গল্প পৌঁছে যাক দুই বাংলার পাঠকসমাজের কাছে!
কেন আপনি ইতল বিতলে লিখবেন?

সৃষ্টিশীলতা
যদি আপনি লিখতে ভালোবাসেন, যদি সৃষ্টিশীলতা আপনার মননকে উজ্জীবিত রাখে, আপনাকে মানসিকভাবে উদ্বুদ্ধ করে, তবে নতুন কিছু তুলে ধরুন পাঠকদের কাছে, কিংবা নতুন কোনো আইডিয়া দিয়ে বদলে দিন পাঠকের মনস্তত্ত্ব।

সংগ্রহ
অনেকেই ফেইসবুকে লেখালেখি করেন। লেখাটি সহজেই বন্ধুদের কাছে পৌঁছে যায়। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা দেখেছি:
- লেখা বড় হলে বেশিরভাগ ব্যবহারকারী না পড়েই লাইক দিয়ে চলে যান।
- দুই তিন দিন পর সেই লেখাটি চোখের আড়াল হয়ে যায়। এমনকি গুগলে সার্চ করেও সেই লেখাটি পাওয়া যায় না।
- লেখার একটি সংগ্রহ তৈরি হয় না, সবগুলো লেখা একসাথে পাওয়া যায় না। তাছাড়া আপনার ফেইসবুক একাউন্টটি যেকোন সময় বাতিল হয়ে যেতে পারে।
ইতল বিতলে আপনি আপনার লেখার একটি সংগ্রহ তৈরি করতে পারবেন।

আত্মোন্নয়ন
উত্তরোত্তর নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য, নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য লিখুন। আপনি নিজেকে দিনে দিনে শাণিত করে তুলবেন।

প্রতিষ্ঠা
হয়ে উঠুন একজন আইকন । যদি আপনি হতে চান এমন কেউ, যার মতামত মানুষ গুরুত্ব দিয়ে পড়ে, অনুসরণ করে, যাকে মানুষ চিনবে, একটা গুগল সার্চে আপনার নামটা উঠে আসবে, আপনার লেখা পড়বে সবাই, সেই লেখা মানুষকে জানাবে, মানুষকে ভাবাবে, মানুষকে উদ্বুদ্ধ করবে, আপনার নামই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় সাহস, আপনার লেখনীই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার চিন্তাশক্তিই হয়ে উঠবে আপনার সামর্থ্যের পরিচায়ক, তাহলে আজই শুরু করুন ইতল বিতলে লেখালেখি।
যে প্রশ্নগুলো আসতে পারে আপনার মনে
কোন কোন বিষয়ে লেখা জমা দেয়া যাবে?
কবিতা, কৌতুক, গল্প, জীবনযাপন, টিউটোরিয়াল, বই, বিজ্ঞান ও প্রযুক্তি, বিতর্কিত বিষয়, ভ্রমণ, মুভি রিভিউ, খেলা, বিনোদন, মতামত, রাজনীতি, শিক্ষা, সেরা, স্বাস্থ্য এবং অন্যান্য যে বিষয়ে আপনার আগ্রহ আছে তা নিয়ে ইতল বিতলে লিখতে পারেন।
লেখা কি ইমেইলের মাধ্যমে জমা দেয়া যাবে?
হ্যাঁ, তবে আমরা চাই আপনি আমাদের ওয়েবসাইট থেকেই লেখা সাবমিট করুন।
আমাদের ইমেইল এড্রেস:
একটি লেখা জমা দেয়ার পর আপডেট পেতে কতদিন অপেক্ষা করতে হবে?
আপনার লেখা মানসম্মত হলে সপ্তাহখানেক সময়ের মাঝেই তা প্রকাশ করা হবে।
ইতল বিতলে লেখা জমা দিতে আপনি প্রস্তুত?
আপনারও আছে সবাইকে বলার মতো একটি অসাধারণ গল্প। কন্টেন্ট প্লাটফর্ম ইতল বিতলের মাধ্যমে সেই গল্পটি ছড়িয়ে দিন সকলের মাঝে। ওয়েব দুনিয়ায় প্রকাশ করুন আপনার লেখা।