প্রথম পাতা > ব্লগ লেখার নিয়ম

ব্লগ লেখার নিয়ম

ইতল বিতল একটি বাংলা কমিউনিটি ব্লগ। কমিউনিটি ব্লগ মানেই সবার জন্য উন্মুক্ত। যে কেউ এখানে লিখতে পারেন যদি তার লেখা মানসম্মত হয়।

কোন কোন বিষয়ে লেখা জমা দেয়া যাবে?

কবিতা, কৌতুক, গল্প, জীবনযাপন, টিউটোরিয়াল, বই, বিজ্ঞান ও প্রযুক্তি, বিতর্কিত বিষয়, ভ্রমণ, মুভি রিভিউ, খেলা, বিনোদন, মতামত, রাজনীতি, শিক্ষা, সেরা, স্বাস্থ্য এবং অন্যান্য যে বিষয়ে আপনার আগ্রহ আছে তা নিয়ে ইতল বিতলে লিখতে পারেন।

যদি আপনি আগ্রহী হন, তাহলে নিম্নোক্তভাবে খুব সহজেই লেখা শুরু করতে পারেন:

নিবন্ধন প্রক্রিয়া:
itol bitol joining

যোগ দিন মেনুতে ক্লিক করুন।

Log in

ফেইসবুক/গুগল দিয়ে লগইন করুন বাটনে ক্লিক করুন। অনুমতি দিন। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে কিছু সময় দিন।

যদি ফেইসবুক/গুগল দিয়ে রেজিস্ট্রেশন করতে না চান

যদি আপনার ফেইসবুক/গুগল একাউন্ট না থাকে অথবা আপনি ফেইসবুক/গুগল দিয়ে রেজিস্ট্রেশন করতে না চান, তবে ইউজারনেম (ইংরেজিতে লিখুন) এবং ইমেইল দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এবার আপনার ইমেইল চেক করে দেখুন। ইনবক্সে না পেলে স্প্যাম চেক করুন।

ইমেইলে পাওয়া প্রথম লিংকটিতে ক্লিক করুন। আপনি পাসওয়ার্ড সেট করার সুযোগ পাবেন:

যে পাসওয়ার্ডটি আপনাকে দেওয়া হয়েছে তা মনে রাখা কঠিন। তাই মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড দিন (তবে এমন পাসওয়ার্ড দিন যেটি অন্য কেউ অনুমান করতে না পারে। উদাহরণস্বরুপ বলা যেতে পারে, মোবাইল নম্বর, জন্ম তারিখ, নিজের বা প্রিয় মানুষের নাম দিবেন না)। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ। এবার লগ ইন করুন।

আপনার প্রথম পোস্ট লেখার পালা

যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তারা জানেন ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজেই একটি পোস্ট করা যায়। লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটি আপনি পাবেন তাতে Posts > Add New তে ক্লিক করুন। অথবা এই + (প্লাস) চিহ্নতে ক্লিক করে Post-এ ক্লিক করুন:

New Post

পরবর্তী ধাপগুলো ছবিতে দেখুন:

how to write

পাবলিশ বাটনে ক্লিক করার পর “সাবমিট ফর রিভিউ” বাটন আসবে। এটিতে ক্লিক করলেই পোস্টটি আমাদের কাছে চলে আসবে। আমরা পোস্টটি প্রকাশযোগ্য মনে করলে প্রকাশ করবো।

কোন পোস্ট প্রকাশিত হওয়ার পর সেটি এডিট করতে বা ডিলিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাই সাবমিট করার পূর্বে পোস্টটি ভালো করে দেখে নিন। যদি কোন ব্লগারের একাধিক মানসম্মত লেখা প্রকাশিত হয়, তাহলে তিনি তার পোস্ট সরাসরি পাবলিশ করার সুযোগ পেতে পারেন।

শুভ ব্লগিং।

সংযোজন: আমাদেরকে ইমেইল করেও লেখা পাঠাতে পারেন। আমাদের ইমেইল এড্রেস:

itolbitol.comCHARACTER SEQUENCE@gmail.com