একটি কোম্পানির লোগো দেখেই কোম্পানিটি কী ধরনের সে সম্পর্কে বলে দেওয়া যায়। লোগো একটি কোম্পানির গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কোনও কোম্পানি সম্পর্কে জনসাধারণের ধারণার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
বাংলাদেশে অনেকগুলো কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে বিদেশী মালিকানার এবং দেশী মালিকানার কোম্পানি রয়েছে। দেশী কোম্পানিগুলোর মধ্যে আবার রয়েছে সরকারি মালিকানার এবং বেসরকারি মালিকানার কোম্পানি।
এসব কোম্পানির লোগো থেকে যে লোগোগুলি আমার কাছে ভালো লেগেছে তা তুলে ধরলাম-
#১: টাইগার সিমেন্ট
দেখুন Tiger এর G দিযে কী সুন্দর বাঘের ছবি বানিয়ে ফেলা হয়েছে।
#২: স্কয়ার গ্রুপ
নামের সাথে লোগোর কী মিল! ৯টি বর্গক্ষেত্র বা স্কয়ার মিলে আবার তৈরি করেছে বড় একটি বর্গক্ষেত্র বা স্কয়ার। চারদিকেই সমান বর্গক্ষেত্র (৩টি করে), চতুর্দিকেই কোম্পানিটির সুনাম ছড়াবে এমনটাই হয়তো বোঝাতে চাচ্ছে লোগোটি।
#৩: ওয়ান ব্যাংক
লাল অক্ষরের O (One শব্দের প্রথম বর্ণ) এর মাঝে সাদা 1
#৪: ওয়ালটন
ওয়ালটন এর লোগোতে W এবং T দুটি বর্ণই আছে। ভালো করে খেয়াল না করলে শুধু W মনে হতে পারে।
#৫: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বাংলাদেশ বিমানের লোগোতে লাল সবুজের ছোঁয়া রয়েছে। লাল বৃত্তের মাঝে রয়েছে সাদা বলাকা বা বক যেটি বিমানের আকৃতির মতো করে বানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর বলাকা ভবন নামে পরিচিত।
#৬: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লোগোতে পরমাণুর গঠনের মতো আকৃতি দেওয়া হয়েছে।
#৬: সামিট গ্রুপ
অত্যন্ত দৃষ্টিনন্দন একটি লোগো। Summit বা চূড়ার অবয়ব তাদের শীর্ষ পর্যায়ের অবস্থানকে নির্দেশ করে।
#৭: গ্রামীণ ব্যাংক
লোগোতে গ্রামের দরিদ্র মানুষদের ঘরের আকৃতি নির্দেশ করে গ্রামীণ ব্যাংক কাজ করে দরিদ্রদের নিয়ে।
#৮: তিতাস গ্যাস
সাধারণ একটি লোগো। কিন্তু তাৎপর্যপূর্ণ।
#৯: দোয়েল ল্যাপটপ
কম আয়ের মানুষদের কাছে ল্যাপটপ পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছে দোয়েল। তাদের লোগোর O বর্ণের মাঝে খেয়াল করে দেখুন একটি দোয়েলকে দেখা যাচ্ছে।
#১০: ইস্টার্ন ব্যাংক
E কে উল্টে দিয়ে B বানিয়ে অত্যন্ত সুন্দর একটি লোগো তৈরি করেছে ইস্টার্ন ব্যাংক।
#১১: টিকে গ্রুপ
TK গ্রুপ বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান। লোগোতে T এবং K বর্ণ দুটি আছে এবং চাকতি থেকেই বোঝা যায় এটি একটি শিল্প প্রতিষ্ঠান।
#১২: অরণ্য ফ্যাশন
অরণ্য ফ্যাশেনের লোগোতে অরণ্য বা বনের ছোঁয়া রয়েছে।
#১৩: ইনডিপেন্ডেন্ট টেলিভিশন
ইংরেজি “I” বর্ণ দিয়ে বানানো লোগোটি পাওয়ার বাটনের আকৃতি লাভ করেছে।
#১৪: উত্তরা ব্যাংক
ঊর্ধ্বমূখী নির্দেশক চিহ্নটি উন্নতিকে নির্দেশ করে এবং এটি ব্যাংকের নামের U এবং B বর্ণ দুটি তৈরি করেছে।
#১৫: দেশ টিভি
লোগোতে d বর্ণটি সুন্দরভাবে ফুটে উঠেছে এবং মজার বিষয় হচ্ছে লোগোটি একই সাথে কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েব এড্রেস তুলে ধরেছে।
#১৬: উত্তরা মটর্স
উত্তরা মটর্সের লোগোতে U এবং M বর্ণ দুটি দৃশ্যমান।
#১৭: রহিমআফরোজ
বাংলা “র” এবং ইংরেজি R বর্ণ দুটি লোগোতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
#১৮: রানার
লোগোর শুরুতে লাল বর্ণের চিহ্নটি গতি নির্দেশ করে।
#১৯: স্পা মিনারেল ওয়াটার
বাংলায় স্পা লেখা মনে হচ্ছে। খেয়াল করে দেখুন ইংরেজি বর্ণ S, P এবং A দিয়ে স্পা লেখা হয়েছে।
#২০: দি বিজনেস স্ট্যান্ডার্ড
খেয়াল করে দেখুন দি বিজনেস স্ট্যান্ডার্ড এর লোগোতে Business এবং Standard শব্দের B এবং S দুটি বর্ণই কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সম্মানজনক উল্লেখঃ
#২১: বিজলি ক্যাবলস
লোগো দেখলেই বোঝা যায় এটি তারের কোম্পানি।
#২২: ভিক্টরি ফ্যাশন
V বর্ণটি পাখির পাখার মতো যা স্বাধীনতার সুখকে নির্দেশ করে।
#২৩: ম্যান’স ওয়ার্ল্ড
M কে উল্টে দিয়ে W বানানোর বুদ্ধিটা দারুন। আবার গোল করে পৃথিবীর আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আপনার জানামতে বাংলাদেশে কোম্পানিগুলোর আরো ভালো কোন লোগো কি এই লিস্ট থেকে বাদ পড়েছে? যদি তাই হয় তবে নিচে কমেন্ট করে জানান অথবা ফেইসবুকে যোগাযোগ করুনঃ facebook.com/itolbitol.com
ধন্যবাদ। বাংলায় এরকম পোস্ট আর নেই।
ধন্যবাদ।