শুধু গাছ লাগালেই গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে?
একুশ শতকের এই দিনে শিল্প বিপ্লবের মহড়া যে হারে বাড়ছে তাতে স্পষ্টত গ্লোবাল ওয়ার্মিং আর থেমে নেই। গ্লোবাল ওয়ার্মিং তার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠছে দিন দিন। গ্রীন হাউস প্রভাব, ওজোনস্তর ক্ষয়, অরণ্যচ্ছেদন প্রভৃতি কারণে গ্লোবাল ওয়ার্মিং ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গ্লোবাল ওয়ার্মিং আমাদের এখনো থামানোর প্রয়োজন নয় কী? গ্লোবাল
পুরোটা পড়ুন