খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে, পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে। ধায় সে বংশীরব বহুদূর গাঁয়, জনহীন প্রান্তর পার হয়ে যায় - রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত
স্পন্দিত নদীজল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে। নৌকা ডাঙায় বাঁধা, কাণ্ডারী জাগে, পূর্ণিমারাত্রির মত্ততা লাগে - রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তসুখ
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে - রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখবসন্তসুখ
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে - রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত