কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ভালোবাসা
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ দুঃখভালোবাসা
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বত্যাগদুঃখপরিবর্তনভালোবাসা
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বদুঃখভালোবাসা
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বজনপ্রিয় বাণীদুঃখভালোবাসা
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে। এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণীদুঃখপরিবর্তনভালোবাসা
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণীদুঃখভালোবাসা
ভুল ভেঙ্গে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয়নাম - ভালোবাসা - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ভালোবাসা