দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বত্যাগদুঃখপরিবর্তনভালোবাসা
প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন। ধিক্ ধিক্ করে তারে কাননে সবাই-- সূর্য উঠি বলে তারে, ভালো আছ ভাই? - রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রেরণাএকাকিত্বদুঃখনিন্দা
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে - হেলাল হাফিজ একাকিত্বদুঃখভালোবাসাভুল
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বদুঃখভালোবাসা
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বজনপ্রিয় বাণীদুঃখভালোবাসা
একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বজনপ্রিয় বাণী