দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ একাকিত্বত্যাগদুঃখপরিবর্তনভালোবাসা
কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ দুর্নীতিদেশপ্রেমরাজনীতি