প্রথম পাতা > সালমান মাহফুজ
woman

হারানো বিজ্ঞপ্তি

এই লাল ইটের বিল্ডিংটার সামনেই দেখা হয়েছিল।দিন... মাস... সাল— মনে পড়ছে না কিছুইমধ্যদুপুর— শীতার্ত সূর্যটা কুয়াশার ওপারেহয়ত কম্বল মুড়ে ঘুমিয়ে পড়েছিল!গায়ে আমার কৈশোরের গন্ধ লেগে থাকা চাদর, ঠোঁটেজ্বলন্ত সিগারেট, ইউক্যালিপ্টাসের ছায়া থেকে সরেআমি দাঁড়িয়েছিলাম খোলা আকাশের নিচে—বিশুষ্ক মানুষের স্রোত থেকে ছিটকে এসেজলের মত নরম এক টুকরো হাসি হেসেমেয়েটি, সেই মেয়েটি

পুরোটা পড়ুন
Women

জ্বলন্ত পাখি

তুমি যত জ্বলে ওঠো আমি তত পুড়ে যেতে থাকিতুমি জ্বলে ওঠো পাখি, উড়ে উড়ে ঘুরে ঘুরেছড়িয়ে দাও সতেজ আগুনের গোলাএই শরীরের অলিগলি—আমি শুধু পুড়ে যেতে থাকি, ডুবু ডুবু আঁধারের তলেপরিত্যক্ত ছাই হয়ে পড়ে থাকি !আমার হৃদয়ের নিশ্চুপ বন্দিশালায়যে পাখিটা সকাল-বিকাল ডানা ঝাপটায়জানি তার সাথে তোমার হবে না মিলতাই সদা এঁটে

পুরোটা পড়ুন