প্রথম পাতা » কবিতা » জ্বলন্ত পাখি

জ্বলন্ত পাখি

Women

তুমি যত জ্বলে ওঠো আমি তত পুড়ে যেতে থাকি
তুমি জ্বলে ওঠো পাখি, উড়ে উড়ে ঘুরে ঘুরে
ছড়িয়ে দাও সতেজ আগুনের গোলা
এই শরীরের অলিগলি—
আমি শুধু পুড়ে যেতে থাকি, ডুবু ডুবু আঁধারের তলে
পরিত্যক্ত ছাই হয়ে পড়ে থাকি !

আমার হৃদয়ের নিশ্চুপ বন্দিশালায়
যে পাখিটা সকাল-বিকাল ডানা ঝাপটায়
জানি তার সাথে তোমার হবে না মিল
তাই সদা এঁটে রাখি খিল, আগুনঝরা জ্বলন্ত পাখি
তুমি যত জ্বলে ওঠো আমি তত পুড়ে যেতে থাকি !

তুমি জ্বলে ওঠো পাখি— আমি পুড়ে যেতে থাকি
দুচোখে শীতল জল গুঁজে আমি মরে যেতে থাকি
শোকে শোকে যতই শুকাতে থাকো
পাতাল কাঁপিয়ে তুমি ডাকো, যত খুশি ডাকো
ফায়দা হবে না, কিছুই ফিরে পাবে না, তার চেয়ে ভালো
আমার টুকরো টুকরো মৃত্যুর ফাঁকে
তুমি জ্বলন্ত জীবন হয়ে ঝুলে থাকো ।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

সালমান মাহফুজ
পিতৃপ্রদত্ত নাম মাহফুজুর রহমান। জন্ম লক্ষ্মীপুরের রামগঞ্জে। প্রাতিষ্ঠানিক শিক্ষা– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক।সাহিত্য পড়তে ভালোবাসি। লিখতে চেষ্টা করি। জানি না, কতটা কী হয়? লেখার মাধ্যম হিসাবে কমিউনিটি ব্লগকেই অধিকতর পছন্দ। লেখালেখি-কে জীবনের একমাত্র পেশা হিসাবে বেছে নিতে ভয় পাই বলে প্রায়ই শুক্র-শনি রাজধানীর ধুলো গায়ে মাখি। বেকারত্ব ঘুচাতে। আপাতত এইটুকু।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *