প্রথম পাতা » কৌতুক » মন্ত্রীর উন্নতির আলো

মন্ত্রীর উন্নতির আলো

জনসভায় এক পাতিনেতা তার বক্তৃতার সময় এক গল্প বলল-

“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।

১ম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না।
২য় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেও পুরোপুরি ভর্তি করতে পারল না।
৩য় ছেলে ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালিয়ে দিলো। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।”

পাতিনেতা বলতে লাগলো “আমাদের মন্ত্রী হচ্ছেন ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, এই এলাকা উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে।”

ভিরের মধ্য থেকে আওয়াজ আসলো “সেটা তো ঠিক আছে, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো?

কৌতুক থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *