অবাঙালিরা বলে থাকেন, বাঙালি মানেই মেছো!!
ওনারা খুব একটা
ভুল বলেননি….
বৃষ্টির নাম রেখেছে ইলশেগুঁড়ি,
পাখির নাম মাছরাঙা,
পতঙ্গের নাম মাছ+ই (মাছি),
আর গসিপকে বলে fish ফাস,
স্বভাবের নাম : ভাজা মাছ উলটে খেতে জানে না,
কেচ্ছার রূপ : শাক দিয়ে মাছ ঢাকা,
ভুতের নাম : মেছো,
ভিলেনের নাম : মাছলি বাবা,
মানুষের নাম – রাঘব বোয়াল, চুনোপুঁটি, যশুরে কই,
পাড়ার ছেলের নাম – ল্যাটা, ভোলা, তোপসে,
আদুরে মেয়ের নাম- পুঁটি
জায়গার নাম – ট্যাংরা , চিংড়িহাঁটা,
জুতোর কোম্পানী – বাটা।
তাই মাছ বিনে গতি নাই,
সবেতেই মাছ চাই
আর সবশেষে
আমরা সবাই গভীর জলের মাছ ।।