প্রথম পাতা » কৌতুক » বাঙালি মানেই মেছো!

বাঙালি মানেই মেছো!

Fish

অবাঙালিরা বলে থাকেন, বাঙালি মানেই মেছো!!

ওনারা খুব একটা
ভুল বলেননি….

বৃষ্টির নাম রেখেছে ইলশেগুঁড়ি,

পাখির নাম মাছরাঙা,

পতঙ্গের নাম মাছ+ই (মাছি),

আর গসিপকে বলে fish ফাস,

স্বভাবের নাম : ভাজা মাছ উলটে খেতে জানে না,

কেচ্ছার রূপ : শাক দিয়ে মাছ ঢাকা,

ভুতের নাম : মেছো,

ভিলেনের নাম : মাছলি বাবা,

মানুষের নাম – রাঘব বোয়াল, চুনোপুঁটি, যশুরে কই,

পাড়ার ছেলের নাম – ল্যাটা, ভোলা, তোপসে,

আদুরে মেয়ের নাম- পুঁটি

জায়গার নাম – ট্যাংরা , চিংড়িহাঁটা,

জুতোর কোম্পানী – বাটা।

তাই মাছ বিনে গতি নাই,

সবেতেই মাছ চাই

আর সবশেষে

আমরা সবাই গভীর জলের মাছ ।।

কৌতুক থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *