তিতাস আমার
আমি হারাবো, সত্যিই হারাবোমোর তিতাস নদীর কোলে,বুক ভাসিয়ে কাটবো সাতারতাহার শীতল জলে। দু-ধার তাহার কাশ বনেতেহইবে যখন সাদা,পথ ভোলা মন ঘুরবে সেথায়ভেঙে সকল বাধা। পানকৌড়ি আর বকের দলেরসঙ্গী হয়ে আমি,মাছ কোড়াবো সারা দুপুরবোয়াল কাতলা পুঁটি। শীতল হাওয়ায় প্রাণ জোড়াবোআমি বিকেল বেলা,সন্ধ্যা তারার সঙ্গী হয়েগাঁথব তারার মালা। আধার যখন আসবে ঘিরেতিতাস নদীর বুকে,জোনাক পোকার সুখের
Read More