প্রথম পাতা » কবিতা » সৃষ্টির জয়ধ্বনি

সৃষ্টির জয়ধ্বনি

the triumph of creation

“সৃষ্টি সুখের উল্লাসে –
আজ গাহিব গান
তুলিব জয়ধ্বনি ;
পাথরের বুকে খুদিল যাঁরা-
বাণী চিরন্তনী।”

“পদে পদে যাঁরা উড়িবার আশায়-
মরিল আকাশ তরে;
তাহাদের গলায় পাড়িল মালা,
মহাকাল ধরিল যারে।”

“এ তুফান বারী,দিল যারা পাড়ি –
তরী ডুবিল মাঝপথে
লক্ষ তরী আসিল পাড়ি-
তাহাদের পথে পথে। “

“অন্যায় -অবিচার রুখিতে যাঁরা-
ধরিল হাতিয়ার,
মরিবার পরে উঠিল উচি-
তারা বারংবার।”

“নিষ্প্রাণ-নিঃস্পন্দন মরুর বুকে যাঁরা-
আনিল প্রাণের সঞ্চার;
বন্দনা গাহি-করহাতে-
মাগি পূন্য বিধাতার।”

“দূর্গম গিরি,পায়েতে দলি-
উড়িলে জয়ের নিশান;
বিশ্বময়ী-তিমিরবিদায়ী
শোভিলে শান্তির আহবান।”

“অবনীর বুক চিড়ি আনিয়া অপ যাঁরা-
ঢালিলে বসুধায়;
ফুল-ফল ভরি,সাজিলে মনোহরী
শস্য -শ্যামলায়।”

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *