প্রথম পাতা » কবিতা » বাজাও ডঙ্কা

বাজাও ডঙ্কা

drum

যাব আজ ছেড়ে ধরা
পরান ছেড়ে ওপারেতে;
লবো আজ মৃত্যু আমি
সুখের সাথে আঁচল পেতে।

তোরা সব পথ খুলে-দে,দ্বার খুলে-দে
হাতে তুলে-দে মশাল;
খুলে-দে পায়ের বেড়ি,পুড়ে ছাঁই করব আমি,
যত সব জঞ্জাল।

আমার যে নেই কোনো ভয়
মৃত্যু আমার খেলার সাথে;
বহুবার মরেছি আমি
মৃত্যু দিয়ে মালা গাথি ।

আমি এতকাল ছিলাম মৃত
মরার মতো ঘরের কোণে;
পায়েতে ছিল বেড়ি, হাতে কড়ি
ঘরের টানে।

আজ আমার সব ভেঙেছে-
বাক খুলেছে, আগুন দেখে;
এ আগুন জ্বলবে আরো-
পুড়ে ছাঁই করব আমি জগৎটাকে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *