প্রথম পাতা > সোহরাব ইফরান
Mandala Flower

নম্রস্বর

আমি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকব;যতক্ষন না আমি, পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুতে পরিণত না হই।একদিন প্রত্যুষে, গ্রীষ্মের ঘাসের মাঝে ;আমার হাত প্রশস্ত করে দেব, ক্ষুদ্রতম ফুলটির দিকে—।তার মধ্যে লুকিয়ে নেব আমার মুখ।নীরব-স্বরেঃ তাকে বলব, 'ও ছোট্ট শিশু,জামা ও জুতোহীন,স্বর্গ তার হাত ঝরিয়ে ফেলে—শিশিরের উজ্জ্বল ফোঁটায় ফোঁটায়;যেন এর সুবৃহৎ আকাশ,কোনদিন টুকরো টুকরো

পুরোটা পড়ুন
Nostalgia

রিকশালোজিয়ার পদ্মপাখি

এরপর আমার চোখগুলো রাস্তায়স্কেটিং করে বেড়াতো,যেন সে এক নীল হুডের রিক্সা। গোলক দৃশ্য থেঁথলে গেলে পরে–একরাশ প্রজাপতি উড়ে যাওয়ার দিনে;আমিও, বনভূমির পরিচয় নিয়েহেরে যাবো মানুষের কাছে।

পুরোটা পড়ুন
Bertrand Russell

ফ্লাইট ফ্রম রিয়্যালিটি

চোয়াল মেলে জল পানের সময় অনেক বণ্য পশু যেমন নিজের চোখ পান করার কথা ভাবে অথবা পান করে ফেলেছে ইতিমধ্যে। সেই সব এস্কেপিস্টদের নিয়ে কথা বলছি।বার্ট্রান্ড রাসেলআমরা কেন পড়ি? উত্তর খোঁজার আগেই বলে নেয়া দরকার, সমাজের বেশিরভাগ মানুষ বই পড়ে না, কাগজের দৃশ্যের উপর শুধু হুটোপুটি খাচ্ছে বড় একটা অংশ।

পুরোটা পড়ুন