প্রথম পাতা » কবিতা » নম্রস্বর

নম্রস্বর

Mandala Flower

আমি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকব;
যতক্ষন না আমি, পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুতে পরিণত না হই।
একদিন প্রত্যুষে, গ্রীষ্মের ঘাসের মাঝে ;
আমার হাত প্রশস্ত করে দেব, ক্ষুদ্রতম ফুলটির দিকে—।
তার মধ্যে লুকিয়ে নেব আমার মুখ।

নীরব-স্বরেঃ তাকে বলব, ‘ও ছোট্ট শিশু,
জামা ও জুতোহীন,
স্বর্গ তার হাত ঝরিয়ে ফেলে—
শিশিরের উজ্জ্বল ফোঁটায় ফোঁটায়;
যেন এর সুবৃহৎ আকাশ,
কোনদিন টুকরো টুকরো হয়ে ভেঙে না পরে’!

[ইয়েরজি ওয়াকার; জার্মান কবিতা।। ভাষান্তর]

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Soharab Ifran
সোহরাব ইফরান
'ভালোবাসবে ধূলিকে, সে নিজের সম্পর্কে কিছুই বলবে না'।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *