রিকশালোজিয়ার পদ্মপাখি সোহরাব ইফরানSep 15, 2020কবিতাএরপর আমার চোখগুলো রাস্তায়স্কেটিং করে বেড়াতো,যেন সে এক নীল হুডের রিক্সা। গোলক দৃশ্য থেঁথলে গেলে পরে–একরাশ প্রজাপতি উড়ে যাওয়ার দিনে;আমিও, বনভূমির পরিচয় নিয়েহেরে যাবো মানুষের কাছে।