মানুষ চাইলে কী না পারে! সঙ্গীত বোধ যার ভালো তিনি যদি মন দিয়ে সঙ্গীত চর্চা করেন, চমৎকার কিছু সৃষ্টি করতে পারেন। এমনই একটি ভিডিও নিচে শেয়ার করছি।
নিচের ভিডিওটি আপনাকে অবাক করে দিবে। যারা জানেন না হ্যান্ডপ্যান কী, তাদের জানা হয়ে যাবে। সুরের মূর্ছনায় আপনি আবিষ্ট হয়ে যাবেন। ভাববেন, কীভাবে পারে ওরা? ওরাও কি আমাদের মতোই মানুষ?
যিনি বাজাচ্ছেন তার নাম স্যাম মাহের। স্যাম মাহের একজন অস্ট্রেলিয়ান বাদক এবং ড্রামার যিনি হ্যান্ডপ্যান বাজানোর নিপুণ শৈলীর জন্য বিখ্যাত। হ্যান্ডপ্যান ২০০০ সালে সুইজারল্যান্ডে উদ্ভাবিত একটি বিরল বাদ্যযন্ত্র।
চলুন তাহলে স্যাম মাহেরের নিপুণ শৈলীর সাথে পরিচিত হয়ে নেই।
একই কথা আবারো, দুনিয়া কত এগিয়ে যাচ্ছে, কত জন কতকিছু দেখিয়ে অবাক করে দিচ্ছে। আর আমরা অনেকেই পরে আছি কত আজেবাজে জিনিস নিয়ে।