বুনিয়াদী প্রশিক্ষণ
… আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ি কর্মক্ষেত্রের দৈনন্দিন কাজে। সকালে ঘুম থেকে উঠে প্রাত:রাশ করে বসে থাকি গাড়ির অপেক্ষায়। গাড়ি আসে। আমার উদ্বর্তনেরা দৌড়ে যেয়ে ড্রাইভারের পাশের সিট দখল করতে। বিজয়ী অফিসার ড্রাইভারের পাশে যুত করে বসে জানালা দিয়ে কনুই বেড় করে চেহারাতে একটা আভিজাত্য নিয়ে বসে থাকেন, আর আমরা
পুরোটা পড়ুন