প্রথম পাতা » কবিতা » বাবা তুমি

বাবা তুমি

Father

বাবা তুমি আছো বলে
চিন্তা আমার নাই,
তুমি আছো বলে আমি
চিরশান্তি পাই।

বাবা তুমি জীবন জুড়ে
ছিলে আমার বল,
বাবা তুমি আছো বলে
আমার শতো ছল।

খাবো না আজ, ডাল আর ভাত
মাংস শুধু চাই,
তা না হলে ভাত খাবো না
শুনে রেখো তাই।

এসব কথা বলার মতো
সুযোগ এখন নাই,
দুখের মাঝে সুখী সেজে
হেসে আমি যাই।

বাবা তুমি আদর্শ মোর
জীবন গড়ার ভিত,
গড়বো জীবন তোমার কথায়
গাইবো তোমার গীত।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Avatar photo
সাইমুম হাবীব
লেখালেখি কে এখনো পেশা হিসাবে নিতে পারি নি বটে কিন্তু একটা চরম নেশায় রূপ নিয়েছে ঠিকই। তাই শখ কিংবা নেশার বশবর্তী হয়ে অবিরাম লিখে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *