প্রথম পাতা » কবিতা » মৃত্যুর উৎসবে

মৃত্যুর উৎসবে

death of feeling

এই যে রোজ হাজারটা মানুষ মারা যাচ্ছে,
রোজ অনবরত এত এত মৃত্যুর খবর শুনছি,
কই? আমার তো এখন আর ভয় হয়না!!

এই যে রোজ নিয়ম করে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা দেখার অপেক্ষায়,
ঠিক দুপুর আড়াইটের সময় খবরে চোখ আটকে রাখি,
কই? আমার তো এখন আর অস্বস্তি হয়না!!

এই যে মাটিতে আগে শ্রান্তির বৃষ্টি নামাত আকাশটা,
সে মাটির আজ মৃত্যু তৃষা জেগেছে,
কই? আমার মনে তো প্রশ্ন জাগছে না।

এই যে কাব্যগানের অপ্রসন্ন ঝুমঝুমানি,
সমগ্র নিখিল বিশ্ব তন্দ্রাহতা,
কই? আমার তো এখন আর কিছু অনুভূত হচ্ছে না!!

এই যে এতদিন খাঁচায় আটকে পড়া পাখির মত ছটফট করছিলাম,
এখন সব ছেড়েছুড়ে দেয়ার পরে,
কই? এখন তো আর বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না!!

এই যে অন্তহীন শূণ্য জীবনের পানে গা ছেড়ে বসে আছি,
চোখের কোণে অশ্রুর আভাসটুকু পাচ্ছিনা,
কই? এখনো তো কোনো খারাপ লাগা কাজ করছেনা!!

এই উত্তাল মৃত্যুর উৎসবে, কুহেলিকার অন্ধকারে,
নিভু জীবনের আলোকসজ্জায় অনুভূতিগুলো ঠাওরে পাচ্ছিনা।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *