বাবা
পরিস্থিতির পূর্ণ প্রচারছিলাম বাবা মোরা,অভাব ছিল হাতের মুঠোয়খালি ছিল খোরা। আজকে বাবা তোমার জন্যপূর্ণ কতো আশা,কৃতজ্ঞতায় মরণ হলেওফুরাবে না ভাষা। মোদের সুখের জন্য তুমিবিদেশ দিলে পাড়ি,কেমন করে থাকি বলোতোমায় একা ছাড়ি। বাবা তুমি রইলে দূরেআমাদেরকে ছেড়ে,একটি নজর দেখার আশায়দুঃখ যাচ্ছে বেড়ে। বাবা তুমি যেথায় থাকোভালো থেকো তবে,ইনশাআল্লাহ দিন ফুরিয়েএকদিন দেখা হবে। কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
Read More