প্রথম পাতা » কবিতা » প্রত্নপ্রেমিক

প্রত্নপ্রেমিক

Lover boy

আগুনে পুড়ে পুড়ে কাঁদামাটিও শিল্প হয়ে ওঠে।
বিরহের আগুনে পুড়ে মানুষ হয় শুদ্ধ প্রেমিক।

অবহেলা ও অনাহুত বিচ্ছেদের আগুন উত্তাপে
আমার কাঁদামাটি ভালোবাসা পাক প্রেমিকের অবয়ব;
তোমার হৃদয়ের শিল্পিত মণীষায়। অপেক্ষায় পুড়ে
আমিও টেকসইত্ব পাবো পোড়ামাটি ফলকের।
সহস্র প্রেমবর্ষ শেষে তুমি মোহিত হবে আবার
প্রত্নহৃদয়ফুলের পুরাতন ঘ্রাণে। কোন এক নব্যতাত্ত্বিকের
প্রত্নউৎক্ষণনে তোমার হৃদয়ের অলিগলি জুড়ে।
তারপর গায়ে মাখা শিরীনের কান্নাজলে ডোবা
খসরু খালের নীর-রুধির, তারার ঝালরে ঢাকা
আনারকলি ওড়নায় মুছে লায়লা-কায়েস, বিজয়-বসন্তের দেশে
ভালোবাসা জাদুঘরে প্রোজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ আমার প্রেম;
তোমার ভালোবাসার পাললিক জৈবসারে ফোটা
নিহত ফুল। পৃথিবী মাতাবে আবার তোমার রাধা নামে
কৃষ্ণবাঁশির সুরে, তৃষিত আহ্বান ও অমিত প্রেমে।
নতুন দিনে, কবির কাব্য ও গানে।

শিমুল, আগুনে পুড়ে পুড়ে কাঁদামাটিও একদিন শিল্প হয়ে ওঠে।
আমি হবো প্রত্নপ্রেমিক। তোমার ভালোবাসার আগুনে

১৯ ফেব্রুয়ারি, ২০২২। ফরিদপুর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *