প্রথম পাতা » খেলা » রাহুল দ্রাবিড় কেন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রত্যাখ্যান করেছিলেন?

রাহুল দ্রাবিড় কেন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রত্যাখ্যান করেছিলেন?

Rahul Dravid

রাহুল দ্রাবিড় ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক তা প্রত্যাখ্যান করেছিলেন।

ভারতীয় ক্রিকেট দলকে কোন অনিশ্চিত পরিস্থিতি থেকে বাঁচানোর ক্ষেত্রে নির্ভরযোগ্যতার জন্য ‘দ্য ওয়াল’ উপাধি অর্জনকারী দ্রাবিড় মাঠের বাইরে ঘটিয়েছেন আরেকটি আলোচিত ঘটনা।

ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল, তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন- আমার স্ত্রী ডাক্তার, সে এই ডাক্তার ডিগ্রীর উপাধি পেতে অসংখ্য বিনিদ্র রজনী ও দিবস কাটিয়েছে। আমার মা স্থাপত্য বিভাগের অধ্যাপক, তিনি এই ডিগ্রীর জন্য দীর্ঘ পঞ্চাশ বছর অপেক্ষা করেছেন, অধ্যবসায় করেছেন। ক্রিকেট খেলতে অনেক পরিশ্রম করেছি ঠিক, কিন্তু সেই পরিমাণ পড়াশুনা আমি করিনি, কাজেই এই ডিগ্রী আমি নেই কীভাবে?

মাঠের সর্বদা কঠোর পরিশ্রমী মানুষটি আবার দেখালেন শর্ট কাট নেওয়া তার স্টাইল নয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। প্রধান কোচ হওয়ায় দ্রাবিড়কে ৫০ লাখ রুপি দেওয়ার ঘোষণা করা হয়। বিষয়টি দ্রাবিড়ের কাছে বৈষম্যের মনে হয়। তার মতে, দলকে জেতাতে দলের অন্যান্য কোচিং স্টাফরাও সমান ভূমিকা রেখেছে। তবে এই বৈষম্য কেন? পরে তার অনুরোধে দ্রাবিড়সহ দলের অন্যান্য কোচিং স্টাফদের সবাইকে ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অভিবাদন রাহুল দ্রাবিড়! আপনি শুধু একজন উঁচু মানের খেলোয়াড়ই নন, একজন উঁচু মানের মানুষও!

খেলা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *