মাত্র ১% মানুষ অপটিক্যাল বিভ্রমের মধ্যে লুকানো এই ছবিটি দেখতে পারে! অপটিক্যাল ইলিউশন মানে দৃষ্টি ভ্রম। ছবিগুলো এমনভাবে করা হয়, দেখে মনে হয় যেন দৃষ্টিভ্রম হয়েছে।
চিত্তাকর্ষক অপটিক্যাল ইলিউশন বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দৃশ্যমান করে
দৃষ্টিভ্রমটি তৈরি করেছেন রাশিয়ান শিল্পী ইলজা ক্লেমেনকভ। ডোরাকাটা লাইনগুলোর মধ্যে আপনি কি কোন ছবি দেখতে পারছেন নাকি এটি দেখে আপনার মাথা ঝিমঝিম করছে? শতকরা মাত্র ১ ভাগ মানুষ এর মাঝে একটি পাণ্ডা দেখতে পায় যা আসলে World Wildlife Fund for Nature (WWF) এর লোগো। অপটিক্যাল ইলিউশনটির নাম দেওয়া হয়েছে “তারা হারিয়ে যেতে পারে”। ছবির মাঝে যেমন পাণ্ডাটি হারিয়ে যাচ্ছে, তেমনি পৃথিবী থেকে তারা হারিয়ে যেতে পারে, এমনটিই বোঝানো হয়েছে।
প্রাকৃতিক পরিবেশে মাত্র ১,৮০০টি পাণ্ডা রয়েছে। তারা এখন বিপন্ন প্রজাতির প্রাণী। কিভাবে বিভিন্ন প্রাণীর সংখ্যা আমাদের চোখের সামনে হ্রাস পাচ্ছে তা তুলে ধরে বণ্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন ইলজা ক্লেমেনকভ।
যারা পাণ্ডাটি দেখতে পাননি তাদের জন্য নিচে ছবিটির সহজ ভার্সন দিচ্ছি।
এখনো না দেখে থাকলে মোবাইলের স্ক্রিনটি দূরে সরিয়ে নিন। অথবা চোখ প্রায় বন্ধ করে দেখুন।