হিমশিম (শিশুতোষ ছড়া)

মা দিয়েছে শাক ভাতআমি চাই মাছ ভাত,বাবা করে চেষ্টামেটাতে সব তেষ্টা,দুধ ভাতও চাই রোজদুধ নয় সস্তা ।সকালেতে চাই ডিমমা তো হিমশিম,বড় হয়ে প্রতিদিনডিম খাবো গোটা তিন।

পুরোটা পড়ুন

মাছ ধরা (একটি শিশুতোষ কবিতা)

এসেছে বর্ষাকালবাবায় কিনেছে জাল।খাল ভরা পানিক্ষেতেও গেছে জানি।জাল সেলাই শেষেবাবা মাছ ধরতে গেছে।ক্ষেতের পানিতে বোয়াল! হাতে হাতে সব জাল।না জানি কোনটা তে ধরা পড়ে?কে জিতে কে হারে!গ্রাম সরগরমবোয়াল ধরলো কে!কাটা পড়ল ঠিকিআমার মায়ের বটিতে।কবিতাটি মেহরিমা আর পুহপ কে উৎসর্গ করে। মেহরিমা আর পুহপ কে? সেটা না জানলেও ছড়া কাটা যাবে।

পুরোটা পড়ুন