প্রথম পাতা » কবিতা » হিমশিম (শিশুতোষ ছড়া)

হিমশিম (শিশুতোষ ছড়া)

মা দিয়েছে শাক ভাত
আমি চাই মাছ ভাত,
বাবা করে চেষ্টা
মেটাতে সব তেষ্টা,
দুধ ভাতও চাই রোজ
দুধ নয় সস্তা ।

সকালেতে চাই ডিম
মা তো হিমশিম,
বড় হয়ে প্রতিদিন
ডিম খাবো গোটা তিন।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *