এসেছে বর্ষাকাল
বাবায় কিনেছে জাল।
খাল ভরা পানি
ক্ষেতেও গেছে জানি।
জাল সেলাই শেষে
বাবা মাছ ধরতে গেছে।
ক্ষেতের পানিতে বোয়াল!
হাতে হাতে সব জাল।
না জানি কোনটা তে ধরা পড়ে?
কে জিতে কে হারে!
গ্রাম সরগরম
বোয়াল ধরলো কে!
কাটা পড়ল ঠিকি
আমার মায়ের বটিতে।
কবিতাটি মেহরিমা আর পুহপ কে উৎসর্গ করে। মেহরিমা আর পুহপ কে? সেটা না জানলেও ছড়া কাটা যাবে।