লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আসর। সারা পৃথিবীর চলচ্চিত্রমোদী দর্শকের চোখ থাকে অস্কার অনুষ্ঠানের দিকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই পুরস্কারের আসর বসে। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।
৯২তম অস্কারের বিজয়ী তালিকাঃ
সেরা চলচ্চিত্র: প্যারাসাইট
সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)
সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট (বং জুন-হো,হান জিন ওয়ান)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জোজো র্যাবিট (টাইকা ওয়াইটিটি)
সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
সেরা অ্যানিমেটেড ছবি: টয় স্টোরি ফোর
সেরা চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন (রজার ডিকিন্স)
সেরা পোশাক পরিকল্পনা: লিটল উইমেন (জ্যাকলিন ডুরান)
সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (মাইকেল ম্যাককাসকার, অ্যান্ড্রু বাকল্যান্ড)
সেরা রূপ ও চুলসজ্জা: বম্বশেল (কাজু হিরো, অ্যান মর্গ্যান, ভিভিয়ান বেকার)
সেরা আবহসংগীত: জোকার (হিলদুর গুদনাদত্তির)
সেরা মৌলিক গান: আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান, এলটন জন ও বার্নি টাউপিন)
সেরা শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড (বারবারা লিং, ন্যান্সি হেইফ)
সেরা শব্দ সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (ডোনাল্ড সিলভেস্টার)
সেরা শব্দমিশ্রণ: নাইনটিন সেভেন্টিন (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন (গ্রেগ বাটলার, গিওল র্যঁশো ও ডমিনিক টুয়ি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস’ উইন্ডো
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ডইন অ্যা ওয়ারজোন-ইফ ইউ আর অ্যা গার্ল (ক্যারল ডিসিঙ্গার, এলেনা আন্ড্রেইশেভা)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: হেয়ার লাভ (ম্যাথু অ্যা. চেরি, কারেন রুপার্ট টলিভার)

হলিউডকে টেক্কা! হ্যাঁ, অস্কারের মঞ্চে ইতিহাসই গড়ে ফেলল সাউথ কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’৷ অস্কারের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোন চলচ্চিত্র সেরা নির্বাচিত হলো। তবে শুধুই সেরা ছবি নয়৷ প্যারাসাইট জিতে নিয়েছে ৪ টি অস্কার৷




অভিনেতা হিসেবে জীবনের প্রথম অস্কারটি জিতেছেন ব্র্যাড পিট।