ইতল বিতল
– সুফিয়া কামাল
ইতল বিতল গাছের পাতা
গাছের তলায় ব্যাঙের ছাতা।
বিষ্টি পড়ে ভাঙে ছাতা
ডোবায় ডুবে ব্যাঙের মাথা।
বিশেষ দ্রষ্টব্যঃ ছড়াটি প্রথম শ্রেণির আমার বাংলা বই এ অন্তর্ভুক্ত করা হয়েছে। চমৎকার এই ছড়াটি সুফিয়া কামালের “ইতল বিতল” বই থেকে নেওয়া। ছড়াটির নাম থেকেই আমাদের এই ব্লগটির নামকরণ করা হয়েছে ইতল বিতল।
দুঃখের বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই ছড়াটি ইন্টারনেটে ভুলভাবে পাওয়া যায়। যেমন –
১) গাছের তলায় ব্যাঙের ছাতা না লিখে গাছের তলায় ব্যাঙের মাথা লিখতে দেখা যায়।
২) ঙ না লিখে ঙ্গ লিখতে দেখা যায়। অর্থাৎ, ব্যাঙের না লিখে ব্যাঙ্গের লিখতে দেখা যায়। ভাঙে না লিখে ভাঙ্গে লিখতে দেখা যায়।
কবি যেভাবে লিখেছেন, আমাদেরকেও সেভাবেই লিখতে হবে।