প্রথম পাতা » স্বাস্থ্য » তাপমাত্রা নাকি সময়, কোনটা করোনাকে পরাস্ত করতে পারে?

তাপমাত্রা নাকি সময়, কোনটা করোনাকে পরাস্ত করতে পারে?

Coronavirus BD
ব্রাজিল:

তাপমাত্রা: ২৫ থেকে ২৯ ডিগ্রি
শনাক্ত: ৩৯০৪+
মৃত্যু: ১১৭
আজ শনাক্তের: ৩৩তম দিন

ইন্দোনেশিয়া:

তাপমাত্রা: ২৬ থেকে ৩১ ডিগ্রি
শনাক্ত: ১২৮৫+
মৃত্যু: ১১৪
আজ শনাক্তের: ২৭তম দিন

ফিলিপাইন:

তাপমাত্রা: ২৯ থেকে ৩৫ ডিগ্রি
শনাক্ত: ১৪১৮+
মৃত্যু: ৭১
আজ শনাক্তের: ২৪তম দিন

মালয়েশিয়া:

তাপমাত্রা: ২৮ থেকে ৩৪ ডিগ্রি
শনাক্ত: ২৪৭০+
মৃত্যু: ৩৪
আজ শনাক্তের: ৬৪তম দিন

ভারত:

তাপমাত্রা: ৩২ থেকে ৩৭ ডিগ্রি
শনাক্ত: ১৬০০+
মৃত্যু: ২৫
আজ শনাক্তের: ৫৯তম দিন


সময় নিয়ে মহামারী রূপ:

১. ইতালি: শনাক্ত হবার ৪৫তম দিনে
২. স্পেন: শনাক্ত হওয়ার ৫০তম দিনে
৩. যুক্তরাষ্ট্র: শনাক্ত হওয়ার: ৫৫তম দিনে।

বি:দ্র: আমাদের শনাক্ত হওয়ার ২৩ তম দিন আজ শেষ হবে। সুতরাং যারা ভাবছেন ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত। মাত্র এই কয়জন রোগী! তাদের বলি, আমেরিকাতে ২৩ তম দিনে রোগী ছিল মাত্র ১১ জনের মত। আমাদের ৫১, তাও টেস্টের ব্যাপক ঘাটতি। বোকা না হলে বিবেচনায় আনেন আর চোখ কান খোলা রেখে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করুন।

দয়া করে:
১. ঘরে থাকি, পরিষ্কার থাকি।
২. প্রার্থনা করি, আল্লাহ যেনো আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন৷
সৃষ্টিকর্তার উপর ১০০% ভরসা রাখুন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *