ইংরেজিতে কথা বলতে আমরা সবাই চাই। অনেকে ইংরেজি বুঝে কিন্তু বলতে পারেনা৷
এটার কারন হতে পারে ভোকাবুলারি জানা থাকা সত্ত্বেও বাক্য গঠন করতে না পারা, স্বভাবত ইন্ট্রোভার্ট ক্যারেকটার এর জন্যে, পাব্লিক স্পিকিং এ ভীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইংরেজি গ্রামারে অদক্ষতা।
আমি অনেককে বলতে শুনেছি , কথা বলায় গ্রামার লাগেনা , বিদেশিরা গ্রামার ব্যবহার করেনা ব্লা ব্লা। কিন্তু সত্যিকার অর্থে নেটিভ ইংলিশ স্পিকাররাও ইংরেজিতে গ্রামার ব্যাবহার করে। ব্যাতিক্রম যা দেখা যায় তা হল কিছু স্পেসাল ইনফরমাল শব্দ সংক্ষেপন।
এখন চলুন আসি কোন কোন বিষয় ধারাবাহিক ভাবে আমাদের শেখা উচিতঃ Subject, Object, Number, Tense, Voice, Use of Modal auxiliaries, Use of conjunction, linking verbs, Question tag, Wh Question, Yes no Question, Sentence transformation, Narration.
এই বিষয় গুলোতে দক্ষতা অর্জন করে টার্গেট করতে হবে ভোকাবুলারি আয়ত্ত করার৷ মনে রাখবেন আগে বাক্য তৈরীর পদ্ধতি জানতে হবে, তবেইনা ভোকাবুলারি ব্যবহার করতে পারবেন। আগে ভোকাবুলারি শেখার চেষ্টা করে ইংরেজি শিখতে গেলে আগ্রহ হারানো ছাড়া আর কোন কিছুই হবেনা।
ভোকাবুলারি আয়ত্তে আসলে এবার যত পারা যায় বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন। মনে রাখবেন বাংলা আপনার মাতৃভাষা। সুতরাং ইংরেজি থেকে নয় বাংলা থেকেই আপনাকে অনুবাদ শিখতে হবে এবং তবেই আপনি উপকৃত হবেন।
অনুবাদ এ দক্ষতা আসলে ডায়ালগ রাইটিং চর্চা করতে পারেন। ইংরেজি গান শুনুন, ইংরেজি সিনেমা বা টিভি সিরিজ দেখতে পারেন।
শুভ কামন রইল।