প্রথম পাতা » কবিতা » নারী

নারী

Lonely girl

নারী বলেই আমার জন্য সাজানো থাকে নিষেধাজ্ঞার যাবতীয় বেড়াজাল
ছিঁড়ে বেরুতে চাইলেই আমি অপয়া নটিমাগী
ভাংতে চাইলেই আমি উপমা-বারো ভাতারির
নারী বলেই আমি লগ্নভ্রষ্টা নারী
লগ্নভ্রষ্ট পুরুষ বলে মানুষের সংবিধানে কিছু নেই
নারী বলেই আমি মানুষ নই মাংসপিন্ড শুধু
নারী বলেই নিষিদ্ধ হয়ে যাই পবিত্র গ্রন্থ সমুহের
প্রতিটি পাতায়
নারী বলেই বুঝতে পারি নারীবাদী নারীরাও
বস্তুত পুরুষতান্ত্রিক

ভিড়ের মধ্যে কে কখন অশ্লীল করে ছুঁয়ে দেয় –
তাই- থাকতে হয় শংকিত
পাশবিক ছোঁয়া থেকে বেঁচে যাওয়া সহজ শিল্প নয়
নারী রাত্রি করে বাসায় ফিরলেই যাচ্ছেতাই অপবাদ
নারী বলেই আমি ধর্ষিতা
নারীর অধিকার নিয়ে কথা বলে যে সব পুরুষ সুযোগমতো তারাও ক্ষুধার্ত জারজ

পুরুষতন্ত্রের কাছে নারী হলো ফুল মধুর প্লাবন
চাঁদ ঝিনুক হারেম আর ভুল শুধু ভুল

নারী বলেই যেনো আমি পরাধীন দাসী বান্দি রক্ষিতা

তবু প্রতিটি জন্মে আমি নারী হয়ে জন্মাতে চাই
প্রতিটি মৃত্যুতে আমি নারীজন্মের কাছে
কেবলি ঋণী হয়ে যাই

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *