জন্ম-চট্টগ্রামে একটি গ্ৰামে, যেখানে সবুজ আর পাহাড়ের মিতালী একত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ করে।
পৈত্রিক নামে-ই লেখালেখি, লিখতে এসে সার্টিফিকেটের নাম বদল হয়নি। বেড়ে ওঠা গ্রাম এবং শহরের সংমিশ্রণ একটা পরিবেশে, শহরের শক্ত ইট-পাথরের কানাঘুষা আর আর্তনাদ জীবনের প্রতিচ্ছবি হয়ে আছে।
বর্তমানে বসবাস ঢাকা শহরে।ইমেইল এড্রেস- [email protected]প্রকাশিত বইগুলো-১. বঙ্গদেশে স্বর্গবাস (কাব্যগ্রন্থ) প্রকাশকাল- একুশে বইমেলা, ২০১৬ ইংরেজি। ২ হাড্ডু মামার ছড়া (ছড়াগ্রন্থ) প্রকাশকাল- সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি।৩ চন্দ্রাবতীর সাতকাহন (কাব্যগ্রন্থ) প্রকাশকাল- একুশে বই মেলা ২০১৭ ইংরেজি৪ গণতান্ত্রিক বেদনা (গল্পগ্রন্থ) প্রকাশকাল- একুশে বইমেলা ২০১৮ ইংরেজি