প্রথম পাতা » কবিতা » চন্দ্রভূক অমাবস্যা

চন্দ্রভূক অমাবস্যা

Moon Beauty

এই তো সেদিন, তবু মনে হয় কতোদিন!

তোমার কি মনে আছে অহমিকা? সরি, অনামিকা? জানো তো সেদিন সন্ধ্যাবেলা, কী করে মাথায় ভূত চাপলো! ক্যান্টনমেন্ট পেরোনোর নেশায় পেয়ে বসলো! রাত্রি তখন কতো?

তুমি নাকি ছোটটার পড়া করে দিচ্ছিলে! আমিতো আসমানের স্বচ্ছ পূর্ণিমায় তোমাকে ডাক দিলাম, ফোনে! তুমি নাকি সচরাচর রাতে কখনো ছাদেই যাও না! তবু বলা! কী আর করা! অগত্যা চলে গেলে চারতলার ওপরে! অপূর্ব জোছনা তাই না! কেমন মায়াবী নীল! চল না হারিয়ে যাই নীলাচলে !

তুমি তো বললে- পাগল! হারানোর টাইম আছে! ছাদে আসতে বললে কেন? জলদি বল! সামনে মিডটার্ম!

এর পরও আমাকে বলতে হবে? আকাশের চাঁদ কি রয়েছে নীরবে! জোছনা দেখোনা চোখে!

তুমি তো আবার হাসলে! চাঁদকেও তো জগতের কেউ কেউ উপেক্ষা করে! বললে- রাবীন্দ্রিক রস কি গলে গলে পড়ে! পাগল নাকি?

আর জোছনাটা?

তারপর তুমি যা বললে তাতে তোমাকে আর কী বলা যায়?

দিগন্ত প্লাবিত ফুটফুটে জোছনাকে যার কাছে ‘পাঁচশ পাওয়ারের লাইট’ মনে হয় তার নাম কী দেওয়া যায়?

অনামিকা না চন্দ্রভূক অমাবস্যা!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *