(মীর মশাররফ হোসেনের “উদাসীন পথিকের মনের কথা”র শিরোনামের অনুকরণ, যদিও বিষয়বস্তুর সাথে কোন মিল নাই)
না পইড়া হয় না লেখা!
আমি শুধু করি লেখার ধান্দা
গলায় ঝুলাইয়া লেখকের ঝান্ডা।
বইসা বইসা লাইক গুনি
কে কি বলে তাহাই শুনি।
লেইখা লেইখা হইছি অন্ধ
না পইড়া ছড়াইছি গন্ধ।