(বীরমুক্তিযোদ্ধা মরহুম মহসিন রেজার স্মৃতির উদ্দেশে)
আমার তুলিগুলো শুকিয়ে কেমন কাঠ হয়ে গেছে
বর্ণিল রঙের সব ছিপি উল্টে পড়ে
লাল-সবুজের প্লটটা হয়ে গেছে কুচকুচে কালো
কেমন নিস্পৃহ,কেমন বিবর্ণ!
মর্সিয়া গীতও বিবাগী রাতে রাজসিকের মুখটা মনে করে বিব্রত হয় :
‘সেদিনও সন্ধ্যা গেছে ফুরিয়ে
প্রতিদিনের আমি ছুটছি
সামনে রাজসিক।’
অপ্রতুল হাসি আর কথার খলখলানি আমি
সেদিন মাড়িয়ে এসেছি নিপুণ অভিনেতার মতো।
আমার চেয়েও বড়ো অভিনেতা আপনি-
তারপর একদিন আপনিও আমাদের সবাইকে মাড়িয়ে গেলেন
সঙ্গোপনে,শূন্যতার অসীমে…..
বিজয় এলেই আমি আপনারে খুঁজিয়া বেড়াই-
রাজসিক, আপনি কোথায়?
ব্যবহৃত তুলির মতো শক্ত হয়ে গেছে আমার কবিতা
কালো বর্ণে বিজয়ের ইমেজ আসে না,
আমি খুঁজি রাজসিক…..
তুলিতে…
ছন্দে…
শব্দে…
আর আমার আহত বিজয়ে।।।।।