চারদিকে দাবদাহ চিৎকার ও চৈত্রের
পুড়ে গেছে সবকিছু রাষ্ট্র ও হৃদয়ের।
ভুলে গেছি মশা-মাছি, দুঃসহ উৎপাত
ভুলে গেছি ভরাপেট; প্রেমময় সুখরাত।
চাল নেই, ডাল নেই, নুন নেই ছাপিয়ে
থেকে থেকে ক্ষুধারা উঠেছে যে হাপিয়ে।
জ্যোৎস্নার আলোবিষে পুড়ে গেছে মেঠোপথ।
বিবেক বিবশ তবু দাতা-দানের কলরব।
ভাত নেই ঘাস খাবো! এক মুঠো ঘাস নেই।
যদি তুমি বিষ দাও! হাত রাখি বাড়িয়েই।
১২ মার্চ, ২০২২।
জাদুনগর।