প্রথম পাতা » কবিতা » ভাত অথবা বিষের গান

ভাত অথবা বিষের গান

Bad time

চারদিকে দাবদাহ চিৎকার ও চৈত্রের
পুড়ে গেছে সবকিছু রাষ্ট্র ও হৃদয়ের।

ভুলে গেছি মশা-মাছি, দুঃসহ উৎপাত
ভুলে গেছি ভরাপেট; প্রেমময় সুখরাত।
চাল নেই, ডাল নেই, নুন নেই ছাপিয়ে
থেকে থেকে ক্ষুধারা উঠেছে যে হাপিয়ে।

জ্যোৎস্নার আলোবিষে পুড়ে গেছে মেঠোপথ।
বিবেক বিবশ তবু দাতা-দানের কলরব।

ভাত নেই ঘাস খাবো! এক মুঠো ঘাস নেই।
যদি তুমি বিষ দাও! হাত রাখি বাড়িয়েই।

১২ মার্চ, ২০২২।
জাদুনগর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *