চতুর্দিকে নর্দমার খোলা ড্রেইন
গিজগিজ করছে সুঁইপোকা
ময়লার ভাগাড়ে উৎকট গন্ধ মেখে
দেবালয়ে যায় পাড়ার নটিরা
একটা পা তার খসে গেছে
ঘাখানায় ধরেছে পঁচন কোনকালে
পায়ের পঁচা ঘায়ের কশে মন রাঙিয়ে
খোলা মঞ্চে ওঠে কথাবেচা বেশ্যারা
এক হাতের পাঁচটা নখে
লেগে আছে আঁঠালো মল
মলমাখা হাতে দারিদ্র্যের ফিরিস্তি
ফাইলআপ করে অদম্য ষাঁড়েরা
পাঠাকে খাসি করে কানু নাপিত
নিপুণহাতে বিচিদুটো ফেলে দেয়
অতিগোপনে তুলে নিয়ে ভেজে
খায় ধর্ষকবেশী পাড়ার নপুংসকেরা
এইসব নটি বেশ্যা ষাঁড় নপুংসক
খেলা করে অন্তহীন অনন্ত নরকে
আমি আত্মতৃপ্ত মরাঘায়ে মুখবুজে
আশ্রয় খু্ঁজি মানুষের ফসিলে।