হৃদয়ের একূল থেকে ওকূলের দূরত্ব কতো?
হাজার মাইলের চেয়েও বেশি?
একূলের গর্জে ওঠা ঘূর্ণি কেন ওকূলে পৌঁছে না?
ওকূলের শোক কেন একূলে শক্তি হয়ে জাগে না?
হৃদয়, তুমি কি কবি হবা?
একটু সত্যের জোরে দু চারটি পঙক্তি আছড়ে পড়তো দুকূল বেয়ে! উপচে উঠতো শব্দতরঙ্গ, প্রচণ্ড দ্রোহ কিংবা ঘৃণা।
হৃদয়, তুমি কি এনাটমির কন্ট্রাক্টর হবা?
একটা মেরুদণ্ডের বড়ো প্রয়োজন আজ,
হৃদয়, তুমি কি মেরুদণ্ড হবা?
সোজা, প্রচণ্ড আক্রোশে ফেটে পড়া বিদ্রোহের দুইশ ছয় জোড়া শব্দ-বোমা !!