প্রথম পাতা » কবিতা » এস এম মুকুল-এর ৪টি ছড়া

এস এম মুকুল-এর ৪টি ছড়া

S M Mukul cover

মা

তার তুলনা হয় না।
সোনার খনি হীরার খনি
টাকার পাহাড় আর
বিশাল বাড়ি অট্টালিকা
সবই মানে হার।

দেখতে কালো, লম্বা, খাটো
কথা হাসি আর
তার চোখেতে মায়ার যাদু
নেই তুলনা যার।

তার হাসিতে মন ভরে
তার আদরে জুড়ায় গা
ডাক শুনে শান্তি ঝরে
সে যে আমার প্রিয়— মা।

সবুজ বাংলাদেশ

নদীর ধারেই পথ
পথ ফুরালেই গাঁ
গ্রামের পরে গ্রাম পেরুলেও
সবুজ ফুরায় না।

ডানে সবুজ বায়ে সবুজ
সামনে পিছেও তাই
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা
দেশটা আমার ভাই।

সবুজ মাঠ সবুজ বন
সবুজ পাহাড় বেশ
সবুজ ছায়া, সবুজ মায়া
সবুজ বাংলাদেশ।

মামাদের ছড়া

নাই মামা, কানা মামা কোন মামা ভালো?
চালু মামা, কালো মামা মামাগিরি হলো!

কোনো মামা জামা দেয় রঙে জমকালো
কার মামার গল্পতে সবে চমকালো!

চাঁদ মামা, বাঘ মামা কতো মামা আছে
কতো মামা চুরি করে টাকা ভরে পাছে।

গাছের টাকার মতো মামাদের টাকা
বাড়ি করে, গাড়ি করে মামা থাকে ঢাকা।

মামার জোরে কেউ করে মামাগিরি
মামা-ভাগ্নে মিলে গড়ে ভাগ্যের সিঁড়ি।

কতো মামা অপরাধে জেলে খাটে সাজা
মামাদের নামে কতো ভাগ্নেরা রাজা।

এই হলো মামাদের আমলনামা
সব মামার আছে জেনো নিজ নিজ মামা।।

বন্ধন

আকাশ যেন রঙ ছড়ালো
রঙ ধনুটার রঙে
প্রজাপতি মেললো ডানা
হাজার রঙের সঙে।

পাহাড় যেন পণ করেছে
আকাশটাকে ছোঁবে
মেঘ যেন আজ বৃষ্টি হয়ে
সব কিছুকে ধোবে।

মাঠ সেজেছে ফসল ভরা
সবুজ হলুদ বরণ
রাখালিয়ার বাঁশির সুরে
ঘরে থাকাই বারণ।

নদী যেন বক্ররেখার
সরল নিয়ম মেনে
গ্রামের সাথে গ্রাম মেলালো
মায়ার বাঁধন টেনে।।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

S M Mukul
এস এম মুকুল
লেখক-কলামিস্ট, হাওর ও কৃষি অর্থনীতি বিশ্লেষক

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *