প্রথম পাতা » কবিতা » শুভ জন্মদিন পিতা

শুভ জন্মদিন পিতা

Sheikh Mujibur Rahman

পিতা, অসংখ্য বসন্ত এসেছিলো বাংলায়;
ফুটেছে, ঝরেছে অগনিত ফুল নিয়ম-নীতিতে।
বৃক্ষও জন্মেছে কদাচিৎ ক্ষীণতনু, বিবর্ণ-ধূসর ছায়ার।

অস্তায়মান সূর্যের অযুত-নিযুত পরিক্রমায় হাজার বছর শেষে
বৃক্ষের আহ্বানে ক্লান্ত, তছনছ মাটির প্রাণান্ত প্রার্থনায়–
এক পূর্ণবসন্তে ফুটেছিলো একটি ফুল প্রাণপ্রদায়ী, মহীরূহের।
তোমার জন্মচিৎকারে, এই বাংলায়; শান্ত-সৌম্য-শ্যামলভূমিতে।
বসন্তে ফোটা অনেক অসংখ্য ফুলের মতো যৌবনের মতো দীপ্ত তেজে।

পিতা, টুঙ্গীপাড়ার উর্বর শ্যামলে আচ্ছন্ন তোমার হৃদয়
সারা বাংলার প্রতিচ্ছবি। মানচিত্রের সমান প্রসারতা।
তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ তোমার ছায়ায়
নিবারণীয় কত গ্রীষ্ম, কত তাপদহন, কত দুঃখ জর্জর দিন।
তোমার প্রসস্ত ছাতির শক্ত বাঁধ,
অসংখ্য ঝঞ্জায় বাঁচিয়েছে বঙ্গোপসাগরের উপকূল।
মাথা তুলেছে তোমার সাহসে বলীয়ান অযুত-নিযুত
লতা, গুল্ম, গাছ ও বৃক্ষাচ্ছাদিত সুন্দরবন; বাংলাদেশ।

পিতা, সেই পূ্র্ণবসন্তের পর শতবসন্ত কেটেছে এই শ্যামলিমায়
অজস্র ফুল ফুটে জন্মেছে অসংখ্য পরাশ্রয়ী লতা।
বৃক্ষও জন্মেছে কদাচিৎ।
মহীরুহ জন্মেনি; জন্মাবে না আর তোমার সমান।

পুরুষোত্তম তুমি পিতা আমার, তোমায় সহস্র অভিবাদন।

১৭ মার্চ, ২০২১ । প্রেমধাম, মানিকগঞ্জ।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *