প্রথম পাতা » কবিতা » নেতা

নেতা

নেতা বলেন – ধন্য আমি
সুযোগ পেয়েছি প্রশ্নের
কৃতিত্ব সব প্রধানমন্ত্রীর
নয়তো কারো অন্যের
গণতন্ত্র আজ প্রতিষ্ঠিত
স্বাধীন দেশের মাঝে
প্রধানমন্ত্রী সফল আজি
সফল সকল কাজে

সরিষার তেল কেন এত দামী
বলুন তো দেখি আমায়
সরিষার তেল কিনে যে সবাই
নাকে তেল দিয়ে ঘুমায়
স্পীকার বলেন – প্রশ্ন করুন
সময় যে মূল্যবান
জলদি করে বলুন এখন
কী বা জানতে চান

নেতা বলেন – জানাতে চাই
ধন্যবাদ আপনায়
মহান সংসদে প্রশ্ন করার
সুযোগ দিয়েছেন আমায়
দেশ আজিকে যাচ্ছে ভেসে
উন্নয়নের জোয়ারে
প্রধানমন্ত্রী দক্ষ শাসক
সালাম জানাই তাহারে

স্পীকার বলেন  – ঠিক আছে সব
আমরাও তাই জানি
এবার তবে প্রশ্নটা কী
বলুন তাহাই শুনি
নেতা বলেন – মান্যবরেষু
আপনাকে ধন্যবাদ
প্রশ্ন করার সুযোগ পেয়েছি
প্রধানমন্ত্রী জিন্দাবাদ

বলিষ্ঠ তার নেতৃত্বে
সুখ আজ দেশ জুড়ে
এমন দেশে তাইতো আমি
আবার আসিব ফিরে
প্রধানমন্ত্রীর গুণের কথা
কী বলিব আর
দেশের ভালোর জন্য তাকে
আজীবন দরকার
প্রধানমন্ত্রীর গুণাবলীর
কতনা প্রকারভেদ
ধৈর্যের বাধ ভেঙ্গে গেল বলে
স্পীকার বলেন – ধ্যাৎ

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *